অনেক কিংবদন্তি খেলোয়াড়ের জীবন নিয়ে তৈরি হয়েছে বায়োপিক। কে নেই সেই তালিকায়? মিলখা সিংয়ের সংগ্রামের জীবন ফুটে উঠেছে ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায়। তেমনি আমরা মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে দেখেছি, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। মেরি কমের জীবনীও তুলে ধরা হয়ে সেলুলয়েডের পর্দায়। তৈরি হয়েছে ঝুলন গোস্বামীর জীবনী নিয়ে ‘চাকদা এক্সপ্রেস’। সৌরভ গাঙ্গুলির বায়োপিকেরও কাজ শুরু হয়েছে। এবার তৈরি হচ্ছে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের ওপর বায়োপিক। নাম ‘দীপু’।
টলিউডের মিউজিক ডিরেক্টর হিসেবে পরিচিত শ্রী প্রীতম এই বায়োপিক তৈরি করছেন। দীপেন্দু বিশ্বাসের ভূমিকায় অভিনয় করবেন মুম্বইয়ের অভিনেতা মনীশ। নায়িকায় ভূমিকায় বর্ষা সেনগুপ্ত। দীপেন্দু নিজেও অভিনয় করবেন বলে পরিচালক জানিয়েছেন। তাঁকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে, এটা ভেবেই উত্তেজিত দীপেন্দু। তিনি বলেন, ‘ধোনির বায়োপিক দেখেছি। দাদাকে (সৌরভ গাঙ্গুলি) নিয়ে বায়োপিক হচ্ছে। আমার জীবন সেলুলয়েডের পর্দায় ফুটে উঠবে, সত্যিই আমি রোমাঞ্চিত।’
ছোটবেলা থেকে উঠে আসা, স্কুল জীবন থেকে শুরু করে খেলোয়াড়ী জীবন, রাজনীতিতে আসা, সবকিছুই সেলুলয়েডের পর্দায় তুলে ধরছেন পরিচালক শ্রী প্রীতম। এমনকী, মহমেডান ক্লাবে প্রশাসনিক জীবনও তুলে ধরা হবে ‘দীপু’–তে। এই ব্যাপারে দীপু বলেন, ‘এটা আমার কাছে দারুণ উত্তেজনার ব্যাপার। পরিচালক আমাকে ২ বছর আগেই বায়োপিক তৈরির প্রস্তাব দিয়েছিল। অবশেষে কাজ শুরু হতে চলেছে। সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে।’
বায়োপিক ‘দীপু’–তে ফুটবলার দীপেন্দু বিশ্বাসের অনেক অজানা কাহিনী তুলে ধরা হবে। দীপেন্দু বলছিলেন, ‘গল্প নিয়ে পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। আমার জীবনের অনেক অজানা কাহিনী এই সিনেমায় প্রকাশ পাবে। জীবনের ছোট ছোট গল্পগুলো যদি সিনেমার মাধ্যমে মানুষ জানতে পারে, সেটা দারুণ হবে। কলকাতায় প্র্যাকটিসে আসার জন্য বসিরহাটের বাড়ি থেকে রাত আড়াইটেয় সাইকেল নিয়ে বার হতাম। ভোর সাড়ে তিনটেয় বসিরহাট স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় আসতাম। আমার সেই সংগ্রামের কাহিনীগুলো সিনেমার মাধ্যমে এবার সবাই জানবে।’
আরও পড়ুনঃ ব্যাডমিন্টন কোর্টে সাইনা নেহালকে টেক্কা! চমকে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত, আইসিসি–র কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব