দেশের সর্বোচ্চ ক্ষমতা তাঁর হাতে থাকলে কী হবে, ব্যাডমিন্টন কোর্টেও যে তিনি দক্ষ, প্রমাণ করে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্যাডমিন্টন খেলায় রীতিমতো টেক্কা দিয়েছেন শাটলার সাইনা নেহালকে। দিল্লির রাষ্ট্রপতি ভবনে সাইনা নেহালের সঙ্গে দেশের রাষ্ট্রপতির ব্যাডমিন্টন খেলার ভিডিও ভাইরাল হয়েছে।
রাষ্ট্রপতির সরকারি এক্স হ্যান্ডেলে সাইনা নেহালের সঙ্গে দ্রৌপদী মুর্মুর ব্যাডমিন্টন খেলার ভিডিও শেয়ার করা হয়েছে। খেলাটি ১০ জুলাই দিল্লির রাষ্ট্রপতি ভবনের ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত হয়েছিল। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘খেলাধুলার প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গভীর ভালবাসা রয়েছে। তিনি রাষ্ট্রপতি ভবনের ব্যাডমিন্টন কোর্টে বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহালের সঙ্গে ব্যাডমিন্টন খেলেছিলেন। ব্যাডমিন্টন পাওয়ার হাউস হিসাবে ভারতের উত্থানের সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রপতির অনুপ্রেরণামূলক পদক্ষেপ, যেখানে মহিলা খেলোয়াড়রা বিশ্ব মঞ্চে দুর্দান্ত প্রভাব ফেলছে।’
এক্স হ্যান্ডেলে আরও লেখা হয়েছে, ‘মহিলা পদ্ম পুরস্কারপ্রাপ্তদের সমন্বিত ‘হার স্টোরি –মাই স্টোরি’ বক্তৃতা সিরিজের অংশ হিসেবে পদ্মশ্রী ও পদ্মভূষণে সম্মানিত আইকনিক ভারতীয় ক্রীড়াবিদ সাইনা নেহাল একটি বক্তৃতা দেবেন এবং দর্শকদের সঙ্গে আলাপচারিতা করবেন। রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠান হবে।’ সাইনা নেহালও রাষ্ট্রপতির সঙ্গে তোলা একটা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আমার জীবনের দারুণ স্মরণীয় দিন। রাষ্ট্রপতি ম্যাম, আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’
সোশাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে সাইনা নেহালের ব্যাডমিন্টন খেলার ভিডিও। একজন মন্তব্য করেছেন, ‘দারুণ অনুপ্রেরণাদায়ক।’ অন্য একজন যোগ করেছেন, ‘ম্যাডাম রাষ্ট্রপতি সাইনা নেহালের সঙ্গে খেলছেন। আপনাকে ব্যাডমিন্টন খেলতে দেখে ভালো লাগল। আপনি বহুমুখী ব্যক্তিত্ব।’ আর একজন লিখেছেন, ‘আমাদের রাষ্ট্রপতির জন্য সত্যিই গর্বিত। মহত্ত্ব সর্বদা সরলতা এবং নম্রতার সাথে মিলে যায়।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘সত্যিই স্মরণীয়! এক ফ্রেমে দুই কিংবদন্তি মহিলা, রানী।’
আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত, আইসিসি–র কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব