একের পর এক চোট–আঘাত, ছন্দ হারানো কোনঠাসা করে ফেলেছিল পিভি সিন্ধু। দীর্ঘদিন কোনও সাফল্য ছিল না। শেষ খেতাব জিতেছিলেন ২০২২ সালে। সুইস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ব্যর্থতা কাটিয়ে আবার ঘুরে দাঁড়ালেন ভারতের এই মহিলা শাটলার। দীর্ঘদিনের খরা কটিয়ে জিতে অবশেষে ট্রফির মুখ দেখলেন। সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু। অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন লক্ষ্য সেন। এটাই তাঁর প্রথম সৈয়দ মোদি আন্তর্জাতিক খেতাব।
সৈয়দ মোদি আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষ বাছাই হিসেবে খেলতে নেমেছিলেন পিভি সিন্ধু। প্রতিযোগিতার শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিল চীনের উ লুও ইউ। প্রতিযোগিতার অন্যান্য ম্যাচের মতো ফাইনালেও দারুণ শুরু করেছিলেন সিন্ধু। প্রথম গেমে শুরুতেই ৫–৩ ব্যবধানে এগিয়ে যান। একসময় তাঁর পক্ষে ফল ছিল ১৫–৯ । শেষ পর্যন্ত ২০–১৪ ব্যবধানে প্রথম গেম জিতে নেন। দ্বিতীয় গেমে অবশ্য সিন্ধুকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন উ লুও ইউ। একসময় ১১–১০ ব্যবধানে এগিয়ে যান। সেখান থেকে দারুণভাবে ম্যাচে ফিরে আসেন সিন্ধু। টানা ৫ পয়েন্ট তুলে নেন। শেষ পর্যন্ত ২১–১৬ ব্যবধানে ম্যাচ জিতে নেন সিন্ধু। ২০১৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন সৈয়দ মোদি আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০২২ সালে শেষবার চ্যাম্পিয়ন। এই নিয়ে তৃতীয়বার সৈয়দ মোদি খেতাব জিতলেন সিন্ধু।
অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন লক্ষ্য সেন। ফাইনালে উড়িয়ে দিয়েছেন সিঙ্গাপুরের জিয়া হেং জেসন তেহকে। ম্যাচের ফল ২১–৬, ২১–৭। শুরু থেকেই দাপট ছিল লক্ষ্যর। প্রথম গেমের শুরুতেই জিয়া হেংকে দাঁড়াতে না দিয়ে ৮–০ ব্যবধানে এগিয়ে যান। পরের ১০ পয়েন্টের মধ্যে ৯ পয়েন্ট তুলে নিয়ে প্রথম গেম জিতে নেন লক্ষ্য। দ্বিতীয় গেমেও দাপট অব্যাহত রেখে শুরুতেই ১০–১ ব্যবধানে এগিয়ে যান। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন জিয়া হেং। একসময় ফল ছিল ১৬–৭। শেষ পর্যন্ত ২০–৭ ব্যবধানে জিতে প্রথমবার সৈয়দ মোদি আন্তর্জাতিক খেতাব জিতে নেন লক্ষ্য।
মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হল তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি। ফাইনালে ২১–১৮, ২১–১১ ব্যবধানে হারিয়েছে চীনের লি–বাও জুটিকে। এটাই প্রথম আন্তর্জাতিক খেতাব তৃষা ও গায়ত্রীর। পুরুষদের ডাবলসের ফাইনালে ব্যর্থ ভারতের পৃথ্বী কৃষ্ণমূর্তি ও সাই প্রতীক জুটি। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে ভারতের এই জুটিকে ২১–১৪, ১৯–২১, ২১–১৭ ব্যবধানে হারিয়েছে চীনের হুয়াং ডি এবং লিউ ইয়াং জুটি। মিক্সড ডাবলসের ফাইনালে ভারতের তানিশা কাস্ত্রো এবং ধ্রুব কপিলা জুটিকে তীব্র লড়াইয়ে ১৮–২১, ২১–১৪, ২১–৮ ব্যবধানে হারিয়েছে থাইল্যান্ডের দেচাপোল পুয়াভারানুক্রোহ এবং সুপিসারা পাইসামপ্রান জুটি।