‘চোকার্স’ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
২০ অক্টোবর দিনটা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে নিশ্চিতভাবেই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একদিকে যেমন ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে পুরুষ দল, তেমনই মহিলাদের বিশ্বকাপের ইতিহাস গড়েছে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবার টি২০ বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড। অন্যদিকে, এবারও বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ দক্ষিণ আফ্রিকার।
২০০৯ ও ২০১০ সালে পরপর দু’বার মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। দুবারই ফাইনালে হারতে হয়েছিল। একবার ইংল্যান্ডের কাছে, অন্যবার অস্ট্রেলিয়ার কাছে। ১৪ বছর পর ফাইনালে উঠে বাজিমাত। রীতিমতো দাপট দেখিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় তুলে নিলেন অ্যামেলিয়া কেররা। গতবছর অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারের পর এবার নিউজিল্যান্ডের কাছে হার। পুরুষদের মতো ‘চোকার্স’ তকমা সেঁটে গেল দক্ষিণ আফ্রিকার মহিলা দলের গায়েও। পুরুষ ও মহিলা দল মিলিয়ে টি০ বিশ্বকাপ ফাইনালে হারের হ্যাটট্রিক দক্ষিণ আফ্রিকার।
ফাইনালে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারেই জর্জিয়া প্লিমার (৯) ফিরে গেলেও সুজি বেটস (৩১ বলে ৩২) ও অ্যামেলিয়া কেরের (৩৮ বলে ৪৩) হাত ধরে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। অধিনায়ক সোফিয়ে ডিভাইন (৬) রান পাননি। ব্রুক হ্যালিডে (২৮ বলে ৩৮), ম্যাডি গ্রিন (৬ বলে অপরাজিত ১২) নিউজিল্যান্ডকে ২০ ওভারে ১৫৮/৫ রানে পৌঁছে দেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ননকুলুলেকো মালাবা ৩১ রানে ২টি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল দক্ষিণ আফ্রিকা। তাজমিন ব্রিটসকে নিয়ে ওপেনিং জুটিতে ৬.৪ ওভারেই ৫১ রান তুলে ফেলেছিলেন অধিনায়ক লরা উলভার্ট। ব্রিটস (১৮ বলে ১৭) আউট হওয়ার পর ধস নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। দলের ৫৯ রানের মাথায় আউট হন লরা উলভার্ট। ২৭ বলে তিনি করেন ৩৩। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ১২৬/৯। দুরন্ত বোলিং করে ২৪ রানে ৩ উইকেট তুলে নেন অ্যামেলিয়া কের। ২৫ রানে ৩ উইকেট নেন রোজমেরি মেয়ার। ফাইনালের ও প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন অ্যামেলিয়া কের।
আরও পড়ুনঃ প্রথমার্ধে দাপট, দ্বিতীয়ার্ধে ছন্দহীন, এগিয়ে গিয়েও হার মহমেডানের
আরও পড়ুনঃ আশা জাগিয়েও মিরাকেল ঘটাতে পারলেন না বুমরারা, ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় নিউজিল্যান্ডের