ভারতীয় ক্রিকেটের ৩০ ডিসেম্বর কি লজ্জার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে? লজ্জার দিন কিনা, তা নিয়ে তর্ক–বিতর্ক থাকবেই। তবে চলতি বছরের শেষে ভারতীয় ক্রিকেটের কাছে যে বড় ধাক্কা, সে কথা অস্বীকার করার জায়গা নেই। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে শুধু ১৮৪ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়াই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকেও ছিটকে গেল ভারত। ১৩ বছর পর মেলবোর্নে পরাজয়ের কলঙ্কের দাগ।
ভারত কি ম্যাচটা বাঁচাতে পারত না? এই প্রশ্নটা বারবার উঠে আসছে। রোহিত–কোহলিদের আবার সেই ব্যর্থতা। একা লড়াই করছিলেন যশস্বী জয়সওয়াল। তিনিও ভুল সিদ্ধান্তে আউট। আর সব থেকে বড় লজ্জা ভারতের শেষ ৭ উইকেট পড়ল মাত্র ৩৪ রানে। এর থেকে চরম বিপর্যয় আর কী হতে পারে? মেলবোর্নে জিতে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এবার বর্ডার–গাভাসকার ট্রফি পুনরুদ্ধারে সিডনিতে শেষ টেস্টে মাঠে নামবে অসিরা।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ৪৭৪। ভারত শেষ ৩৬৯–এ। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ২২৮/৯। ক্রিজে ছিলেন নাথান লায়ন (৪০) ও স্কট বোল্যান্ড (১০)। পঞ্চম দিন সকালে লায়নকে (৪১) তুলে নিয়ে ২৩৪ রানে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করে দেন যশপ্রীত বুমরা। বোল্যান্ড ১৫ রানে অপরাজিত থাকেন। ৫৭ রানে ৫ উইকেট নেন যশপ্রীত বুমরা। ৭০ রানে ৩ উইকেট সিরাজের।
জয়ের জন্য ভারতের সামনে
জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪০। ম্যাচ বাঁচানোর জন্য সতর্কভাবে ব্যাটিং করছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ১৭তম ওভারের প্রথম বলেই রোহিতকে (৪০ বলে ৯) তুলে নেন প্যাট কামিন্স। ওভারের শেষ বলে ফেরান লোকেশ রাহুলকে। বিরাট কোহলি সতর্কভাবে খেলছিলেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। ২৭তম ওভারে মিচেল স্টার্কের বলে আউট হন কোহলি (২৯ বলে ৫)।
৩৩ রানে ৩ উইকেট হারানোর পর ম্যাচ ক্রমশ ড্রয়ের দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যশস্বী ও ঋষভ পন্থ। অনিয়মিত বোলার ট্রাভিস হেডকে আক্রমণে নিয়ে এসে জুটি ভাঙেন প্যাট কামিন্স। সতর্কভাবেই খেলছিলেন। ঝুঁকি নিয়ে হেডকে ছক্কা মারতে গিয়ে আউট হন ঋষভ (১০৪ বলে ৩০)। এরপরই ধস নামে ভারতের ইনিংসে। একে একে ফিরে যান পন্থ, রবীন্দ্র জাদেজা (১৪ বলে ২), নীতীশ কুমার রেড্ডি (৫ বলে ১), আকাশ দীপ (১৭ বলে ৭)। ৭৬.১ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৫০।
৭৮.৩ ওভারে যসপ্রীত বুমরাহ ৮ বলে ০ রান করে স্টিভ স্মিথের হাতে স্লিপে ক্যাচ দেন। পরের ওভারেই মহম্মদ সিরাজকে (০) তুলে নিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন নাথান লায়ন। তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল ২০৮ বলে তিনি করেন ৮৪ রান। ওয়াশিংটন সুন্দর অপরাজিত থাকেন ৪৫ বলে ৫ রানে। ২ জন ছাড়া ভারতের কোনও ব্যাটার দ্বিতীয় ইনিংসে ২ অঙ্কের রান পেলেন না। প্যাট কামিন্স ১৮ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। স্কট বোল্যান্ড ৩৯ রানে নেন ৩ উইকেট। ২০১১ সালে অস্ট্রেলিয়ার কাছে ভারত মেলবোর্ন টেস্টে হেরেছিল ১২২ রানে। ১৩ বছর পর আবার হার।
আরও পড়ুনঃ দাবায় আবার বিশ্বসেরার মুকুট ভারতের, মহিলাদের র্যাপিডে চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি