ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় মহিলা ট্রিপল জাম্পার শিনা ভার্কিকে নির্বাসিত করল জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা। ৩২ বছর বয়সী এই ভারতীয় অ্যাথলিটের মূত্রের নুমনায় নিষিদ্ধ দ্রব্য পাওয়া গেছে।
ডোপ টেস্টে ধরা পড়লেন শিনা ভার্কি।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৫
Share on:
ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় মহিলা ট্রিপল জাম্পার শিনা ভার্কিকে নির্বাসিত করল জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা। ৩২ বছর বয়সী এই ভারতীয় অ্যাথলিটের মূত্রের নুমনায় নিষিদ্ধ দ্রব্য পাওয়া গেছে। তবে কোন ধরণের নিষিদ্ধ দ্রব্য পাওয়া গেছে, তা অবশ্য নাডার পক্ষ থেকে উল্লেখ করা হয়নি। শুধু জানানো হয়েছে, ‘ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় শিনা ভার্কিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
একাধিক জাতীয় স্তরে পুরষ্কার জিতেছেন শিনা ভার্কি। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কেরলের এই অ্যাথলিট। ২০২৩ সালে হ্যাংজৌ এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছিলেন। শিনা ভার্কি এবছর উত্তরাখণ্ড জাতীয় গেমসে মহিলাদের ট্রিপল জাম্পে রুপো জিতেছিলেন, পরে ফেডারেশন কাপে ব্রোঞ্জ জেতেন। ২০১৮ সালে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন।
সর্বশেষ ডোপ টেস্ট ভারতীয় ক্রীড়াবিদদের জন্য উদ্বেগজনক। নিয়মিত ডোপিং বিপর্যয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় ১১ আগস্ট জাতীয় গেমসে সোনাজয়ী ডিসকাস থ্রোয়ার গগনদীপ সিংকে ৩ বছরের জন্য নির্বাসিত করেছে নাডা। তাঁর বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠার ২০ দিনের মধ্যে অপরাধ স্বীকার করেন গগনদীপ। সার্ভিসেসের হয়ে প্রতিনিধিত্ব করা গগনদীপ সিং ১২ ফেব্রুয়ারি উত্তরাখণ্ড জাতীয় গেমসে পুরুষদের ডিসকাসে ৫৫.০১ মিটারে সোনা জিতেছিলেন। পরে টেস্টোস্টেরন মেটাবোলাইটের জন্য তার পরীক্ষা পজিটিভ আসে এবং তাঁকে নির্বাসিত করা হয়।
বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডার প্রকাশিত ২০২৩ সালের পরীক্ষার পরিসংখ্যান অনুসারে নিষিদ্ধ পদার্থের জন্য ভারতের ইতিবাচক হার ছিল ৩.৮ শতাংশ, ৫,৬০৬টি নমুনার মধ্যে থেকে ২১৪টি পজিটিভ এসেছে।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl