টোকিও অলিম্পিকে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মীরাবাই চানুকে। আরও একটা অলিম্পিক পদক বাড়ানোর স্বপ্ন এই ভারতীয় ভারোত্তোলকের। নিজের সেরাটা দিতে পারলে পদক জিততে সমস্যা হবে না বলে মনে করছেন মীরাবাই চানু। তবে প্যারিস অলিম্পিকে নামার আগে সতর্ক তিনি। ২০২৩ এশিয়ান গেমসের পুনরাবৃত্তি যেন না হয়।
একমাত্র ভারতীয় ভারোত্তোলক হিসেবে ২০২৪ প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন মীরাবাই চানু। গত বছর হ্যাংঝৌ এশিয়ান গেমসে খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। প্রতিযোগিতা চলাকালীন পশ্চাদদেশে চোট পেয়েছিলেন। অলিম্পিকে সেই পরিস্থিতিতে যাতে পড়তে না হয়, সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন মীরাবাই চানু।
অলিম্পিকের জন্য এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন মীরাবাই। প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রশিক্ষণের সময় যেন কোনও চোট না লাগে, সেই ব্যাপারে খেয়াল রাখছি। নিজের কৌশল, শক্তি (প্রশিক্ষণ) এবং খাদ্য সম্পর্কেও সতর্ক। কোন ব্যায়াম করি এবং কোন পেশীগুলিতে আমি বেশি ফোকাস করছি, সেটাও গুরুত্বপূর্ণ।’ এশিয়ান গেমসে চোট পাওয়ার পর ৫ মাস পুনর্বাসনে ছিলেন। এপ্রিলে ফুকেটে আইডব্লিউএফ বিশ্বকাপে সফলভাবে ১৮৪ কেজি উত্তোলন করেছিলেন। টোকিও অলিম্পিকের তুলনায় ১৮ কেজি কম। প্যারিসে পদকের সম্ভাবনা উজ্জ্বল করতে ২০০ কেজির বেশি তুলতে হবে। এই ব্যাপারে মীরাবাই বলেন, ‘আমি যে ওজন তুলতে সক্ষম, এখন তার ৮০ থেকে ৮৫ শতাংশ উত্তোলন করছি। অলিম্পিকের এক মাস বাকি আছে। ধীরে ধীরে ওজন বাড়াব।’
অলিম্পিকের প্রস্তুতির জন্য ৭ জুলাই প্যারিসের উদ্দেশ্যে রওনা হবেন মীরাবাই। তিনি বলেন, ‘গত তিন বছরে চেটের কারণে অনেক বাধার সম্মুখীন হয়েছি। প্রতিযোগীরা বদলে গেছে। আবার পদক পেতে পারি কিনা, সেটা নিয়ে ভাবছি। যদি নিজের সেরাটা দিতে পারি, তাহলে দেশের জন্য পদক নিয়ে আসতে সক্ষম হব। অলিম্পিকের আগে প্যারিসে প্রশিক্ষণের সুযোগ পেয়ে সৌভাগ্যবান। আমি সাই এবং ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনকে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাই।’