টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। প্যারিসে সেটাই সোনায় রূপান্তরিত করলেন হরবিন্দর সিং। পুরুষদের তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ওপেনে সোনা জিতেছেন এই ভারতীয় প্যারা অ্যাথলিট। প্রথম ভারতীয় হিসেবে প্যারালিম্পিকে তিরন্দাজিতে সোনা জিতে ইতিহাস গড়লেন হরবিন্দার। ফাইনালে দাপটের সঙ্গে ৬–০ ব্যবধানে হারিয়েছেন পোল্যান্ডের লুকাস সিসজেককে।
ফাইনালে দারুণ ছন্দে ছিলেন হরবিন্দর। প্রথম সেটে তিনি একটা পারফেক্ট ১০ সহ ২৮ পয়েন্ট সংগ্রহ করেন। অন্যদিকে, সিসজেক স্কোর করেন ২৪। পরের সেটে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুজনেই তাঁদের প্রথম দুটি শটে ৯ স্কোর করেন। শেষ শটে সিসজেক স্কোর করেন ৯, হরবিন্দর ১০। ফলে ৪–০ ব্যবধানে এগিয়ে যান হরবিন্দার। তৃতীয় সেটে হরবিন্দর দুটি শটে ১০ করে ও একটি শটে ৯ স্কোর করেন। সিসজেক স্কোর করেন ৭, ৯, ৯। তাতেই হরবিন্দরের সোনা নিশ্চিত হয়ে যায়। তিনটি সেটে জয়ের ব্যবধান ২৮–২৪, ২৮–২৭, ২৯–২৫।
হরিয়ানার কৈথাল জেলার অজিত নগর গ্রামে বাড়ি হরবিন্দারের। কৃষক পরিবারে বেড়ে ওঠা। দেড় বছর বয়সে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার জন্য দু পা–ই বাদ দিতে হয়। ২০১২ সালে লন্ডন প্যারালিম্পিক দেখে তিরন্দাজিতে আকৃষ্ট হন। ২০১৭ সালে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহন। প্যারা আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থান পান। করোনার সময় লক ডাউনে কৃষি খামারকে আর্চারি রেঞ্জে পরিণত করেন হরবিন্দরের বাবা। সেখানেই অধ্যাবয়ায় হরবিন্দারের। এরপর টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জয়। জাকার্তা এশিয়ান প্যারা গেমসে সোনা ও হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে ডাবলসে ব্রোঞ্জ জেতেন। খেলাধূলার পাশাপাশি পড়াশোনাতেই দুর্দান্ত হরবিন্দার। পাতিয়ালার পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন।
হরবিন্দারের পাশাপাশি তিরন্দাজির মিক্সড টিম কম্পাউন্ড ওপেনে রাকেশ কুমার ও শীতল দেবী ব্রোঞ্জ জিতেছেন। শট পুটে রুপো জিতেছেন শচীন খিলাড়ি। প্যারিস প্যারালিম্পিকে আপাতত ২২টি পদক জিতেছে ভারত। ৪টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। টোকিও প্যারালিম্পিকে ভারত ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ-সহ ১৯টি পদক জিতেছিল। এবছর ইতিমধ্যেই টোকিওকে ছাপিয়ে গেছে।
আরও পড়ুনঃ আবার আইপিএলে ফিরছেন, রাজস্থানের দায়িত্ব নিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন ‘হেড স্যার’
আরও পড়ুনঃ এবার রাজনীতির মঞ্চে লড়াই, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া