বজরং পুনিয়াকে নির্বাসিত করল নানা, ১১ জুলাইয়ের মধ্যে উত্তর দিতে হবে
ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘন করার দায়ে অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়াকে আবার নির্বাসিত করল জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা। আগেও বজরংকে নির্বাসিত করেছিল নাডা। সেবার নিয়ম মেনে নোটিশ না পাঠিয়ে নির্বাসিত করা হয়েছিল। এবার নিয়ম মেনেই নির্বাসিত করা হয়েছে।
বজরং পুনিয়া
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ২৪, ২০২৪
Share on:
ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘন করার দায়ে অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়াকে আবার নির্বাসিত করল জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা। রবিবার বজরংয়ের আইনজীবী বিদুষপত সিংঘানিয়া তাঁর নির্বাসনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেও বজরংকে নির্বাসিত করেছিল নাডা। সেবার নিয়ম মেনে নোটিশ না পাঠিয়ে নির্বাসিত করা হয়েছিল। এবার নিয়ম মেনেই নির্বাসিত করা হয়েছে।
মেয়াদ শেষ হওয়া কিট ব্যবহারে আপত্তি জানিয়ে বজরং পুনিয়া ডোপ টেস্টের জন্য তাঁর মূত্রের নমুনা দিতে অস্বীকার করেছিলেন। ডোপ নিয়ন্ত্রক অফিসার মূত্রের নমুনা জমা না দেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করা সত্ত্বেও বজরং পুনিয়া নমুনা দেননি। নাডার পক্ষ থেকে বজরংকে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, ‘ডিসিও যথাযথভাবে আপনার সাথে যোগাযোগ করেছিলেন এবং আপনাকে জানিয়েছিলেন যে ডোপ পরীক্ষার জন্য আপনাকে মূত্রের নমুনা সরবরাহ করতে হবে৷ এমনকি ডিসিও একাধিকবার অনুরোধ করার পরেও আপনি মূত্রের নমুনা দিতে অস্বীকার করেছিলেন।’ নোটিশের জবাব দেওয়ার জন্য বজরংকে ১১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১০ মার্চ সোনপতে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন প্রতিযোগিতার জন্য বাছাই ট্রায়ালের সময় নাডার একজন ডোপ নিয়ন্ত্রক অফিসার যখন বজরংয়ের কাছে গিয়েছিলেন, তখন তিনি মূত্রের নমুনা দিতে অস্বীকার করেন। মূত্রের নমুনা দিতে অস্বীকার করার অভিযোগে নাডা ২৩ এপ্রিল বজরংকে সাময়িকভাবে বরখাস্ত করে। এর পরিপ্রেক্ষিতে ২৫ এপ্রিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং তাঁকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অস্থায়ীভাবে নির্বাসিত করে।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl