প্যালেস্তাইনের ওপর ইজরায়েলের বিরুদ্ধে হামলার প্রতিবাদে ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে গুজরাটের আমাদেবাদ স্টেডিয়ামে মাঠে নেমে পড়েছিলেন এক ফিলিস্তিনিপন্থী। জড়িয়ে ধরেছিলেন বিরাট কোহলিকে। মুখে ছিল মুখোশ, ফিলিস্তিনি পতাকার রঙে রাঙানো। গায়ের টি–শার্টে লেখা, ‘প্যালেস্টাইনে বোমা মারা বন্ধ করুন।’ এর আগেও খেলার মাঠে প্যালেস্তাইনের সমর্থনে প্রতিবাদ দেখা গেছে। এবার অলিম্পিকের মঞ্চেও উঠতে চলেছে ইজরায়েলের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। ইজরায়েল ও মালির মধ্যে পুরুষদের ফুটবলের উদ্বোধনী ম্যাচে প্রতিবাদের পরিকল্পনা নিয়েছেন প্যালেস্তাইনপন্থী এক ফরাসি সংগঠন।
পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে অলিম্পিকে পুরুষদের ফুটবলের উদ্বোধনী ম্যাচে মালির মুখোমুখি হবে ইজরায়েল। যুদ্ধবিরোধী বার্তা দেওয়ার জন্য এই ম্যাচটাকেই বেছে নিয়েছে প্যালেস্তাইনপন্থীরা। বিক্ষোভের পেছনে রয়েছে ইউরো–প্যালেস্তাইন সুজাল শিল্ডস নামে একটা ফরাসি গোষ্ঠী। এই সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, গাজায় গণহত্যার প্রতিবাদে স্টেডিয়ামের ভিতরে শান্তিপূর্ণ প্রতিবাদ হবে।
এবারের অলিম্পিকে ইজরায়েল দলকে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। সব ক্রীড়াবিদের জন্য ২৪ ঘন্টার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এমনকি, ম্যাচের আগেও গ্যালারিতে পুলিশ টহল দেবে। এছাড়া ইজরায়েলের নিজস্ব নিরাপত্তারক্ষীরা তো রয়েছেই। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাচ বলেছেন, ‘মিউনিখে ১৯৭২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে ইজরায়েলী ক্রীড়াবিদদের হত্যার পর থেকে ইজরায়েল প্রতিটা অলিম্পিকে নিজস্ব নিরাপত্তাবাহিনী নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি।’
তবে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে, ইজরায়েল ও মালি ফুটবল ম্যাচে কোনও হুমকির খবর নেই। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন ম্যাচে হাজির থাকবেন। তবে বিশেষ সতর্কতা হিসেবে স্টেডিয়ামের আশেপাশের এলাকায় প্রচুর পরিমানে পুলিশ মোতায়েন করা হবে। ইজরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগও উদ্বোধনী অনুষ্ঠানে প্যারিসে থাকবেন এবং ১৯৭২ সলে মিউনিখ গেমসের সময় ইজরায়েলী ক্রীড়াবিদদের ওপর হামলার ৫২ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক অনুষ্ঠানেও অংশ নেবেন।
এদিকে, ফিলিস্তিন অলিম্পিক কমিটি সোমবার ১৯ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে জাতিসংঘের একটি প্রস্তাব লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে ইজরায়েলকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে। প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার জন্য ৮ ফিলিস্তিনি ক্রীড়াবিদ বুধবার সকালে চার্লস ডি গল বিমানবন্দরে পৌঁছাবেন।