আত্মতুষ্টির খেসারত, জঘন্য ফুটবল খেলে পুলিশ এসি–র কাছে হার ইস্টবেঙ্গলের
কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আবার অঘটন। পুলিশ এসি যেন ‘সুপার কিলার’ হয়ে উঠেছে। মোহনবাগান সুপার জায়ান্টের পর এবার ইস্টবেঙ্গল বধ পুলিশ এসি–র। রীতিমতো দাপট দেখিয়েই লাল–হলুদ ব্রিগেডকে ২–০ ব্যবধানে হারাল পুলিশ এসি।
কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আবার অঘটন। পুলিশ এসি যেন ‘সুপার কিলার’ হয়ে উঠেছে। মোহনবাগান সুপার জায়ান্টের পর এবার ইস্টবেঙ্গল বধ পুলিশ এসি–র। রীতিমতো দাপট দেখিয়েই লাল–হলুদ ব্রিগেডকে ২–০ ব্যবধানে হারাল পুলিশ এসি। পুলিশের কাছে হেরে লিগ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল ইস্টবেঙ্গল।
ডার্বিতে মোহনবাগানকে হারানোর পর বেহালা এসএস–কে ৬ গোলে উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন ডেভিড লালহানসাঙ্গা, মহম্মদ আশিক, চাকু মাণ্ডিরা। আর পুলিশ এসি–র বিরুদ্ধে রবিবার গোলের রাস্তা খুঁজেই পেলেন না লাল–হলুদ স্ট্রাইকাররা। অথচ পরপর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর হয়েই পুলিশ এসি–র বিরুদ্ধে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। আত্মতুষ্টির খেসারত দিতে হল বিনো জর্জের দলকে।
মোহনবাগানের বিরুদ্ধে পুলিশ এসি–র হয়ে একমাত্র গোলটি করেছিলেন মহম্মদ আমিল নইম। ইস্টবেঙ্গলকেও কাঁপিয়ে দিলেন পুলিশের এই তরুণ স্ট্রাইকার। দাপট নিয়েই শুরু করেছিল পুলিশ এসি। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি আদায় করে নেয়। পেনাল্টি থেকে গোল করে পুলিশ এসি–কে এগিয়ে দেন আমিল নইম। আর এদিনও ইস্টবেঙ্গলকে বেগ দিলেন তিনি। ১১ মিনিটে পেনাল্টি থেকে তাঁর গোলেই এগিয়ে যায় পুলিশ। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। একাধিক সুযোগও তৈরি হয়। কিন্তু কাজে লাগাতে পারেনি। ০–১ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধেও দাপট ছিল পুলিশ এসি–র। আমিল নইম, ফয়জল আলি, সুরজিৎ শীল, উইলিয়ামরা একের পর এক আক্রমণ শানিয়ে ইস্টবেঙ্গল রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে। ৭৫ মিনিটে পুলিশের হয়ে ব্যবধান বাড়ান মৃন্ময় মহাপাত্র। ২ গোলে এগিয়ে গিয়ে রক্ষণে ব্যারিকেড গড়ে গোলে পুলিশ এসি। সেই ব্যারিকেড ভাঙা সম্ভব হয়নি ইস্টবেঙ্গলের।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl