৯৩ মিনিটে পর্যন্ত দুর্দান্ত লড়াই। এক লহমায় সব শেষ। আইএসএলে অভিষেকলগ্নটা সুখের হল না মহমেডানের কাছে। ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডকে ৯৩ মিনিট পর্যন্ত আটকে রেখেও শেষ মুহূর্তের গোলে হার মহমেডানের। ১–০ ব্যবধানে জিতল নর্থইস্ট ইউনাইটেড। ইনজুরি সময়ের ৪ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা আলাদিন।
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামার আগে মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেছিলেন, শুরুর দিকে কোনও ঝুঁকি নিতে চান না। আইএসএলের অভিষেক ম্যাচে পরিকল্পনা ছিল বিপক্ষকে দেখে নিয়ে প্রতিআক্রমণ ভিত্তিক ফুটবল খেলা। কারণ ধারেভারে নর্থইস্ট ইউনাইটেড মহমেডানের তুলনায় অনেকটাই এগিয়ে। তার ওপর সম্প্রতি ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের মতো দলকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে। এইরকম দলের সঙ্গে দারুণ লড়াই করল প্রথমবার আইএসএলে খেলা মহমেডান।
ম্যাচের শুরু থেকেই অবশ্য দাপট ছিল নর্থইস্ট ইউনাইটেডের। ১০ মিনিটে প্রথম পজিটিভ সুযোগ এসেছিল নর্থইস্টের সামনে। বক্সে ঢুকে কোণাকুণি শট নিয়েছিলেন গুলেরমো। বল পোস্টের গা ঘেঁষে বেরিয়ে যায়। প্রথম ২০ মিনিট দাপট ছিল নর্থইস্ট ইউনাইটেডের। এরপর ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে মহমেডান। আক্রমণ তুলে নিয়ে এলেও ফাইনাল থার্ডে কার্যকরী হতে পারছিলেন না অ্যালেক্সিজ গোমেজ, রেমসাঙ্গারা।
এর মাঝেই ৩৬ মিনিটে গোলের সুযোগ এসেছিল নর্থইস্টের সামনে। ডি বক্সে সুবিধাজনক জায়গায় বল পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে দেন জিতিন এমএস। প্রথমার্ধের মহমেডানের বলার মতো একটাই সুযোগ। ইনজুরি সময়ে বক্সের বাইরে থেকে দারুণ শট নিয়েছিলেন অ্যালেক্সিজ গোমেজ। বল সরাসরি নর্থইস্ট ইউনাইটেড গোলকিপারের হাতে চলে যায়।
দ্বিতীয়ার্ধেও নর্থইস্ট ইউনাইটেডের বলের দখল বেশি ছিল। বেশ কয়েকবার মহমেডান গোলের সামনেও পৌঁছে গিয়েছিল। কিন্তু তিনকাঠি ভেদ করতে পারছিল না। ৬৩ ও ৬৪ মিনিটে দু’দুবার গোলের সুযোগ নষ্ট করেন জিতিন এমএস। ৭১ মিনিটে সুযোগ এসেছিল মহমেডানের বিকাশ সিংয়ের সামনে। অ্যালেক্সিজের কাছ থেকে বল পেয়ে কোণাকুণি শট নিয়েছিলেন। বল দ্বিতীয় পোস্টের গা ঘেঁষে বেরিয়ে যায়। ৮২ মিনিটে অ্যালেক্সিজের দুরন্ত শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে। তখনই ঝলসে ওঠে পরিবর্ত হিসেবে মাঠে নামা আলাদিনের পা। ইনজুরি সময়ের ৪ মিনিটে থৈ সিংয়ের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে নর্থইস্টকে জয় এনে দেন আলাদিন। একেবারে অন্তিম লগ্নে বক্সের বাইরে ফ্রিকিক পেয়েও কাজে লাগাতে পারেনি মহমেডান। ফলে হার দিয়েই আইএসএল অভিযান শুরু করল সাদাকালো ব্রিগেড।
আরও পড়ুনঃ দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত, সামনে চীন