অবশেষে ইগর স্টিম্যাকের উত্তরসূরী বেছে নিল ভারতীয় ফুটবল ফেডারেশন। এবার ভারতের হেড কোচের হটসিটে দেখা যাবে মানোলো মার্কুয়েজকে। ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত এই স্প্যানিশ কোচকেই বেছে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে ৩ বছরের চুক্তি করা হয়েছে। কোচ বাছাইয়ের পদ্ধতি মেনে নিতে না পেরে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ বাইচুং ভুটিয়া।
ইগর স্টিম্যাককে বরখাস্ত করার পর নতুন কোচের সন্ধানে ছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। কোচর জন্য জুন মাসে বিজ্ঞপ্তি দিয়েছিল। ভারতীয় কোচের হটসিটে বসার জন্য অনেকগুলি আবেদন জমা পড়েছিল। ফেডারেশন কর্তারা ২০ জনের তালিকা তৈরি করেছিল। সেখান থেকে মানোলো মার্কুইজকে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় ফুটবলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত মার্কুয়েজ। এই মুহূর্তে তিনি আইএসএলের ক্লাব এফসি গোয়ার দায়িত্বে রয়েছেন।
আইএসএলে রীতিমতো সফল কোচ মানোলো মার্কুয়েজ। তিন মরশুম হায়দরাবাদ এফসি–র কোচের দায়িত্বে ছিলেন। ২০২১–২২ মরশুমে দলকে চ্যাম্পিয়ন করেন। তাঁর কোচিংয়ে দুবার রানার্সও হয়। ২০২৪–২৫ মরশুমে আইএসএলের শেষ পর্যন্ত এফসি গোয়ার সঙ্গে চুক্তিবদ্ধ মানোলো মার্কুয়েজ। এই সময়কালে তিনি গোয়ার পাশাপাশি ভারতীয় দলেরও দায়িত্ব সামলাবেন। গোয়ার সঙ্গে চুক্তি শেষ হলে পুরোপুরিভাবে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন।
এদিকে, কোচ নিয়োগের পদ্ধতি মেনে নিতে না পেরে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করেছেন বাইচুং ভুটিয়া। তাঁর অভিযোগ, টেকনিক্যাল কমিটিকে এড়িয়ে মানোলো মার্কুয়েজকে কোচ নিয়োগ করা হয়েছে। বাইচুংয়ের দাবি, মানোলোকে নিয়োগের আগে টেকনিক্যাল কমিটির একটা বৈঠকও হয়নি। ফেডারেশনের নিয়ম লঙ্ঘন করেই মানোলোকে কোচ করা হয়েছে।
বাইচুং বলেন, ‘নতুন কমিটি গঠন করে কোচ নিয়োগ প্রক্রিয়ায় আমি আপত্তি জানিয়েছিলাম। কোচ নিয়োগের ব্যাপারে টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করা হয়নি। ফেডারেশন কর্তারা নিয়ম লঙ্ঘন করেছে। কোচ ছাঁটাই করা, নতুন কোচ নিয়োগ, সব ব্যাপারেই ফেডারেশনের কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে টেকনিক্যাল কমিটি রাখার অর্থ কী? তার প্রতিবাদে আমি টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করেছি।’