আগামী শনিবার আইএসএল ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে মাঠে নামার আগেই দ্বিতীয় পর্বের ডার্বির দিন ঘোষণা হয়ে গেল। আগামী বছর ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দ্বিতীয় লেগের ম্যাচ। বুধবারই আয়োজকদের পক্ষ থেকে দ্বিতীয় দফার সূচি ঘোষণা করা হয়েছে।
দ্বিতীয় লেগে ইস্টবেঙ্গল–মোহনবাগান ডার্বি হবে ১১ জানুয়ারি। এছাড়া মোহনবাগান–মহমেডান ডার্বি অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। আর ১৬ ফেব্রুয়ারি মহমেডানের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। তিনটি ডার্বিই হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। আগামী শনিবার, ১৯ অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। এরপর লালহলুদ মাঠে নামবে ২২ অক্টোবর ওডিশা এফসি (অ্যাওয়ে), ৯ নভেম্বর মহমেডান, ২৯ নভেম্বর নর্থইস্ট ইউনাইটেড (হোম), ৭ ডিসেম্বর চেন্নাইন এফসি (অ্যাওয়ে), ১২ ডিসেম্বর ওডিশা এফসি (হোম), ১৭ ডিসেম্বর পাঞ্জাব এফসি (হোম), ২১ ডিসেম্বর জামশেদপুর এফসি (হোম), ২৮ ডিসেম্বর হায়দরাবাদ এফসি (অ্যাওয়ে)।
নতুন বছরে ৬ জানুয়ারি মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ইস্টবেঙ্গল। ১১ জানুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট (অ্যাওয়ে), ১৯ জানুয়ারি এফসি গোয়া (অ্যাওয়ে), ২৪ জানুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি (হোম), ৩১ জানুয়ারি মুম্বই সিটি এফসি (অ্যাওয়ে), ৮ ফেব্রুয়ারি চেন্নাইন এফসি (হোম), ১৬ ফেব্রুয়ারি মহমেডান (অ্যাওয়ে), ২২ ফেব্রুয়ারি পাঞ্জাব এফসি (অ্যাওয়ে), ২৬ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসি (হোম), ২ মার্চ বেঙ্গালুরু এফসি (হোম) ও ৮ মার্চ নর্থইস্ট ইউনাইটেড (অ্যাওয়ে)।
অন্যদিকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বির পর মোহনবাগান সুপার জায়ান্ট মাঠে নামবে ৩০ অক্টোবর, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি (অ্যাওয়ে) এরপর ১০ নভেম্বর ওডিশা এফসি (অ্যাওয়ে), ২৩ নভেম্বর জামশেদপুর এফসি (হোম), ৩০ নভেম্বর চেন্নাইন এফসি (হোম), ৮ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেড (অ্যাওয়ে), ১৪ ডিসেম্বর কেরালা ব্লাস্টার্স (হোম), ২০ ডিসেম্বর এফসি গোয়া (অ্যাওয়ে), ২৬ ডিসেম্বর পাঞ্জাব এফসি (অ্যাওয়ে), ২ জানুয়ারি হায়দরাবাদ এফসি (হোম), ১১ জানুয়ারি ইস্টবেঙ্গল (হোম), ১৭ জানুয়ারি জামশেদপুর এফসি (অ্যাওয়ে), ২১ জানুয়ারি চেন্নাইন এফসি (অ্যাওয়ে), ২৭ জানুয়ারি বেঙ্গালুরু এফসি (হোম), ১ ফেব্রুয়ারি মহমেডান (অ্যাওয়ে), ৫ ফেব্রুয়ারি পাঞ্জাব এফসি (হোম), ১৫ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স (অ্যাওয়ে), ২৩ ফেব্রুয়ারি ওডিশা এফসি (হোম), ১ মার্চ মুম্বই সিটি এফসি (অ্যাওয়ে)ও ৮ মার্চ এফসি গোয়া (হোম)।
মহমেডানের পরের ম্যাচ ২০ অক্টোবর, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ২৬ অক্টোবর, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি (হোম), ৯ নভেম্বর ইস্টবেঙ্গল (অ্যাওয়ে), ২৭ নভেম্বর বেঙ্গালুরু এফসি (হোম), ২ ডিসেম্বর জামশেদপুর এফসি (অ্যাওয়ে), ৬ ডিসেম্বর পাঞ্জাব এফসি (অ্যাওয়ে), ১৫ ডিসেম্বর মুম্বই সিটি এফসি, ২২ ডিসেম্বর কেরালা ব্লাস্টার্স (অ্যাওয়ে) ও ২৭ ডিসেম্বর ওডিশা এফসি (হোম)। নতুন বছরে মহমেডানের ম্যাচ ৩ জানুয়ারি নর্থইস্ট ইউনাইটেড (হোম), ১১ জানুয়ারি বেঙ্গালুরু এফসি (অ্যাওয়ে), ১৫ জানুয়ারি চেন্নাইন এফসি (হোম), ২৬ জানুয়ারি মুম্বই সিটি এফসি (অ্যাওয়ে), ১ ফেব্রুয়ারি মোহনবাগান সুপার জায়ান্ট (হোম), ৮ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসি (অ্যাওয়ে), ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল (হোম), ২০ ফেব্রুয়ারি জামশেদপুর এফসি (হোম), ২৮ ফেব্রুয়ারি ওডিশা এফসি (অ্যাওয়ে), ৪ মার্চ এফসি গোয়া (অ্যাওয়ে) ও ১০ মার্চ পাঞ্জাব এফসি (হোম)।
আরও পড়ুনঃ দুরন্ত হ্যাটট্রিক, সতীর্থদের দিয়ে দুটি গোল করালেন, বিশ্বকাপ বাছাই পর্বে মেসি ঝড়ে উড়ে গেল বলিভিয়া