দারুণ জাঁকজমকভাবে অনুষ্ঠিত হল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব আয়োজিত জেএসডব্লিউ–সিএসজেসি মিডিয়া ফুটবল। প্রিন্ট মিডিয়া এবং ইলেক্ট্রনিক্স–ওয়েব মিডিয়া মিলিয়ে মোট ২২টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তবে এবারের মিডিয়া ফুটবলে সবথেকে বড় আকর্ষণ ছিল মহিলা সাংবাদিকদের মধ্যে প্রদর্শনী ম্যাচ। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ইতিহাসে মহিলা সাংবাদিকরা আগে কখনও ফুটবল প্রদর্শনী ম্যাচে অংশ নেননি। সেইদিক থেকে দেখতে গেলে একটা অন্যরকম মাইলস্টোন।
দুটি বিভাগের ফাইনালেই টানটান উত্তেজনা। প্রিন্ট মিডিয়া বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘জাগো বাংলা’। ফাইনালে টাইব্রেকারে হারিয়েছে ‘দিন দর্পণ’–কে। ইলেকট্রনিক ও ওয়েব মিডিয়া বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘স্পোর্টস লাইট মিডিয়া’। ফাইনালে ১–০ ব্যবধানে হারিয়েছে ‘বিশ্ব বাংলা সংবাদ’কে। এই বিভাগে প্রতিযোগিতা সেরা হয়েছেন রেভ স্পোর্টসের রাহুল গিরি। ফাইনালের সেরা স্পোর্টস লাইটের উত্তম পাল।
অন্যদিকে, প্রিন্ট মিডিয়া বিভাগে ফাইনালের সেরা হয়েছেন ‘জাগো বাংলা’র দীপ সাহা। প্রতিযোগিতার সেরা ‘জাগো বাংলার’ই সৌরভ শীল। ফেয়ার প্লে ট্রফি জিতেছে ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’ ও ‘টিভি নাইন’।
সোমবার ফাইনালে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের কোচ সঞ্জয় সেন, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস প্রমুখ। ক্রীড়ামন্ত্র অরূপ বিশবাস বলেন, ‘এইরকম সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবকে ধন্যবাদ। খেলার প্রসারে ক্রীড়া সাংবাদিকদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে।’ একই কথা শোনা গেল সঞ্জয় সেনের মুখেও। তিনি বলেন, ‘বাংলার খেলাকে এগিয়ে নিয়ে যেতে মিডিয়াকেও বড় দায়িত্ব নিতে হবে। শুধু বড় টিমের খবর নয়, সব খেলাকে তুলে ধরতে হবে।’
চ্যাম্পিয়ন, রানার্স দলকে পুরস্কার তুলে দেন সঞ্জয় সেন। সন্তোষ ট্রফি জয়ের জন্য বাংলার কোচ সঞ্জয় সেনকে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে বিশেষ স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। স্মারক তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।