গতবছর অল্পের জন্য ‘ডাবল’ হয়নি। এবছর কি আক্ষেপ মেটাতে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট? লিগ টেবিলে প্রথম স্থানে শেষ করে ইতিমধ্যেই লিগ–শিল্ড ঘরে তুলেছে। শনিবার বেঙ্গালুরু এফসি–কে হারিয়ে আইএসএল খেতাব কি ঘরে তুলতে পারবে সবুজমেরুন ব্রিগেড? টানা ৩ বছর আইএসএল ফাইনালে উঠে আগেই ইতিহাস গড়েছে হোসে মোলিনার দল। শনিবার আরও একটা ইতিহাসের সামনে।
গত বছর অল্পের জন্য ইতিহাস স্পর্শ করতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্টস। লিগ–শিল্ড জিতলেও ফাইনালে মুম্বই সিটি এফসি–র কাছে হারতে হয়েছিল। এবার ফাইনালে সামনে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। ২ বছর আগেই এই বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। যদিও তখন ক্লাবের নাম ছিল এটিকে মোহনবাগান। এবার নাম পাল্টে মোহনবাগান সুপার জায়ান্ট। এবছরও নাম পাল্টে বেঙ্গালুরুর বিরুদ্ধে সাফল্য ধরে রাখতে পারে কিনা, সেটাই দেখার।
মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা অবশ্য ইতিহাসের মুখে দাঁড়িয়ে অতীতকে গুরুত্ব দিচ্ছেন না। বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনালে মাঠে নামার আগে তিনি বলেন, ‘অতীতে কী হয়েছে, সেটাকে গুরুত্ব দিচ্ছি না। মোহনবাগান সুপার জায়ান্টের জন্য নিজের সেরাটা দিচ্ছি। গোটা প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভাল খেলে আমরা ইতিমধ্যেই লিগ–শিল্ড জিতেছি। এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য গোটা দল মরিয়া। গত বছর ফাইনালে হেরে যাওয়া থেকে আমার অতিরিক্ত অনুপ্রেরণার প্রয়োজন নেই। আমরা ইতিমধ্যেই যথেষ্ট অনুপ্রাণিত।’
ঘরের মাঠের দর্শকদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্ট অধিনায়ক শুভাশিস বসু। তিনি বলেন, ‘ঘরের সমর্থকদের সামনে ফাইনাল খেলতে পেরে রোমাঞ্চিত। আশা করছি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সমর্থকরা আমাদের আন্তরিকভাবে সমর্থন করবে। ঘরের মাঠে খেলার অন্যরকম সুবিধা আছে। আশা করছি সেই সুবিধা কাজে লাগাতে পারব।’ তবে কোচ মোলিনা ও অধিনায়ক শুভাশিস দুজনই ফাইনালের প্রতিপক্ষ বেঙ্গালুরুকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন।
বেঙ্গালুরু এফসি–র হেড কোচ জেরার্ড জারাগোজা চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী। কলকাতায় ফাইনাল খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্টকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘প্রতিপক্ষ খুবই শক্তিশালী। তবে আমরাও তৈরি। ফাইনালের জন্য গোটা দল দারুণ উৎসাহিত এবং উত্তেজিত। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। কলকাতা আমাদের সেকেন্ড হোম। এখানে ডুরান্ড কাপ খেলেছি। প্লে–অফে এফসি গোয়ার বিরুদ্ধে আমরা যেভাবে খেলেছি তাতে ফাইনাল নিয়েও আত্মবিশ্বাসী। এখন গ্র্যান্ড ফাইনালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
২০১৮–১৯ মরশুমে শেষবার আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু এফসি। ২০২২–২৩ মরশুমে ফাইনালে উঠেও শেষরক্ষা হয়নি। এবার কি খরা কাটবে? জারাগোজা বলেন, ‘আমরা ফাইনালের জন্য প্রস্তুত। আগে ফাইনালে হেরেছিলাম বলে তার থেকে বাড়তি মোটিভেশন খোঁজার দরকার নেই। দলের সকলেই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন।’ কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণে বেঙ্গালুরু এফসি ২০১৯ সালে আইএসএল চ্যাম্পিয়ন হয়। সেবার সহকারী কোচ ছিলেন জারাগোজা।
আরও পড়ুনঃ কলকাতার প্রথম দল হিসেবে আই লিগ চ্যাম্পিয়ন, ইতিহাসে ইস্টবেঙ্গল মহিলা দল, সুযোগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও