সোমবার আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হল ডুরান্ড কাপের সূচি। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ইস্টবেঙ্গল। ২৩ জুলাই যুবভারতীতে প্রথম ম্যাচে লালহলুদের প্রতিপক্ষ বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি। এবারের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে না কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
এবারের ডুরান্ড কাপ অনেকটাই জৌলুশহীন। আইএসএলের অধিকাংশ দলই এবারের ডুরান্ড কাপে খেলছে না। অনামি দলগুলোকে নিয়েই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মোট ২৪টি দল এবারের প্রতিযোগিতায় খেলছে। ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের সেরা দল দল এবং সেরা দুই দ্বিতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলবে। ১৬ এবং ১৭ আগস্ট হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল ১৯ এবং ২০ আগস্ট। ফাইনাল ২৩ আগস্ট। গ্রুপ এ-তে ইস্টবেঙ্গল ছাড়া রয়েছে নামধারী এফসি ও ইন্ডিয়ান এয়ারফোর্স। গ্রুপ বি-তে রয়েছে মোহনবাগান, মহমেডান এবং ডায়মন্ড হারবার এফসি। এই দুই গ্রুপের খেলা হবে কলকাতায়। এক মাস ধরে চলবে এবারের ডুরান্ড কাপ। ছ’টি শহরে মোট ৪৩টি ম্যাচ হবে।
২৩ জুলাই বিকেল ৫.৩০টায় যুবভারতীতে উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি। ৬ আগস্ট, সন্ধ্যা ৭টায় নামধারী এফসি-র বিরুদ্ধে খেলবে লালহলুদ ব্রিগেড। পরের ম্যাচের প্রতিপক্ষ ভারতীয় বিমানবাহিনী, ১০ আগস্ট, সন্ধ্যা ৭টা।
৩১ জুলাই প্রথম ম্যাচে মাঠে নামবে মোহনবাগান। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মহমেডান। বিকেল ৪টেয় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। মোহনবাগানের পরের দু’টি ম্যাচ ৪ আগস্ট বিএসএফ, সন্ধ্যা ৭টা এবং ডায়মন্ড হারবার এফসি, আগস্ট সন্ধ্যা ৭টা। মহমেডানের ম্যাচ ডায়মন্ড হারবার এফসি ২৮ জুলাই, সন্ধ্যা ৭টা, মোহনবাগান, ৩১ জুলাই, বিকেল ৪টে এবং বিএসএফ, ৭ আগস্ট, সন্ধ্যা ৭টা।