প্রত্যাশামতোই ইস্টবেঙ্গলের হেড কোচের পদে কার্লেস কুয়াদ্রাতের স্থলাভিষিক্ত হলেন অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। লালহলুদকে সাফল্যের রাস্তায় ফেরানোর ব্যাপারে আশাবাদী এই স্প্যানিশ কোচ।
ইস্টবেঙ্গলের হেড কোচের পদে কার্লেস কুয়াদ্রাতের স্থলাভিষিক্ত হলেন অস্কার ব্রুজো
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ০৯, ২০২৪
Share on:
প্রত্যাশামতোই ইস্টবেঙ্গলের হেড কোচের পদে কার্লেস কুয়াদ্রাতের স্থলাভিষিক্ত হলেন অস্কার ব্রুজো। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। লালহলুদকে সাফল্যের রাস্তায় ফেরানোর ব্যাপারে আশাবাদী এই স্প্যানিশ কোচ।
কদিন ধরেই শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গলের কোচের ভূমিকায় দেখা যেতে পারে ব্রুজোকে। তাঁর অতীত সাফল্যর কথা মাথায় রেখেই দায়িত্ব তুলে দিয়েছেন লালহলুদ কর্তারা। ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে অস্কার ব্রুজো বলেন, ‘ভারতীয় ফুটবলের মরশুম মাঝামাঝি পর্যায়ে। কীভাবে ফুটবলারদের ছন্দে ফিরিয়ে নিয়ে আসা যায় দেখতে হবে। ফুটবলারদের মধ্যে জয়ের মানসিকতা ফিরিয়ে নিয়ে আসতে হবে। লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব ম্যাচ জেতা। শুধু আইএসএল নয়, এএফসি চ্যালেঞ্জ লিগেও ভাল ফল করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’ ইস্টবেঙ্গল সমর্থকদের পাশা থাকার আবেদনও জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।
২০১২ সালে ভারতীয় ফুটবলের সঙ্গে প্রথম পরিচয় অস্কার ব্রুজোর। স্পোর্টিং ক্লাব দ্য গোয়াকে কোচিং করিয়েছিলেন। ৩ বছর পর মুম্বই সিটি এফসি–র সহকারী কোচ হিসেবে যোগ দেন। ২০১৬ সালে স্পেনে ফিরে যান। মায়োরকার সহকারী কোচ হন। ২০১৭ সালে আবার ভারতে ফিরে মুম্বই এফসি–র হেড কোচের দায়িত্ব নেন। কয়েক মাস পর চলে যান মালদ্বীপে, নিউ রেডিয়েন্টের কোচ হন।
অস্কার ব্রুজোর সবথেকে বেশি সাফল্য বাংলাদেশে। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত বসুন্ধরা কিংসের দায়িত্বে ছিলেন। তাঁর কোচিংয়ে লিগের ১১৪টি ম্যাচে ৯৪টিতে জিতেছে বসুন্ধরা কিংস। সাতটি ম্যাচে হেরেছে, ড্র করেছে ১৩টি ম্যাচ। ব্রুজোর কোচিংয়ে টানা পাঁচবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেতাব জিতেছে বসুন্ধরা। এছাড়াও ৩ বার ইন্ডিপেনডেন্স কাপ, ৩ বার ফেডারেশন কাপ জিতেছে। ১১৪ ম্যাচে ২৭৭টি গোল করেছে, গোল হজম করেছে ৮০টি। ২০২১ সালে বাংলাদেশ দলের অন্তর্বর্তী কোচও হয়েছিলেন অস্কার ব্রুজো। এএফসির টুর্নামেন্টে ব্রুজোর কোচিংয়ে মলদ্বীপের নিউ রেডিয়েন্ট এফসি ও বসুন্ধরা কিংস মোট ১৯টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় এসেছে ১১টিতে। গত বছর এএফসি কাপে দুটি আইএসএল ক্লাবকে হারিয়েও শেষ অবধি নক আউটে যেতে পারেনি বসুন্ধরা কিংস।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl