অতীতে বহু মহান উদ্যোগে সামিল হয়েছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। চক্ষু পরীক্ষা শিবির থেকে শুরু করে ময়দানের সাংবাদিকদের দূর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। পাশে দাঁড়িয়েছে অসহায় ক্রীড়া সাংবাদিকদেরও। বেনিয়ান ট্রি গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মন্দারমনিতে স্পোর্টস মিউজিয়ামও চালু করেছে। এবার মহিলা ফুটবল প্রতিভা তুলে নিয়ে আসার কাজেও সামিল হল। আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হল বেনিয়ান ট্রি অটোমোবাইল–কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের মেয়েদের ফুটবল কোচিং ক্যাম্পের।
মঙ্গলবার ছিল বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। এই দিনেই উদ্বোধন হল মেয়েদের ফুটবল কোচিং ক্যাম্পের। উদ্বোধন করেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু ও বেনিয়ান ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায় চৌধুরি। প্রাথমিক ভাবে ২৫ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে। কোচিং ক্যাম্পের যাবতীয় খরচ ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। কোচিং ক্যাম্পের হেড কোচের দায়িত্বে অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন মহিলা ফুটবলার শান্তি মল্লিক। এদিন অনুষ্ঠানে হাতির ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, মহামেডান সচিব ইস্তিয়াক আমেদসহ আরও অনেকে।
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ‘ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই উদ্যোগ সত্যিই ভাল। আমি সবসময় পাশে আছি।’ আইএফএ সচিব অনির্বাণ দত্তও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘সাধ্যের বাইরে গিয়ে ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই ফুটবল স্কুল নতুন দিগন্ত উন্মোচন করবে।’ সিএসজেসি প্রেসিডেন্ট সুভেন রাহা বলেন, ‘সাংবাদিকদের কাজ শুধু খবর লেখা নয়। সামাজিক দায়িত্বও রয়েছে। সেই দায়িত্ব থেকেই এই ফুটবল কোচিং স্কুলের স্বপ্ন দেখা শুরু।’
কোচিং ক্যাম্পের উদ্বোধনের আগে এদিন সকালে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। চার্নক হাসপাতালের সহযোগিতায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। ক্রীড়া সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্য মিলিয়ে ৪৫ জন শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। রক্তচাপ, ব্লাড সুগার, ইসিজি, রক্তের আরও নানা পরীক্ষা হয়। যাবতীয় পরীক্ষার ব্যয়ভার বহন করেছে চার্নক হাসপাতাল।
সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা শিবির চলে।