ক্লাব বিশ্বকাপের গ্রুপ লিগে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের আল আহলির কাছে আটকে গিয়েছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল। শুরুতে পিছিয়ে পড়েও মেসির গোলে পোর্তোর বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। জয়ের ব্যবধান ২–১। কনকাকাফ অঞ্চলের প্রথম ক্লাব হিসেবে ফিফার প্রতিযোগিতায় ইউরোপিয়ান প্রতিপক্ষকে এই হারাল মেজর লিগ সকারের ইন্টার মায়ামি।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পোর্তোকে এগিয়ে দেন সামু আগেহোওয়া। ম্যাচের শুরু থেকেই পর্তুগিজ ক্লাবটি বল দখল এবং সুযোগ তৈরিতে অনেকটাই এগিয়ে ছিল ইন্টার মায়ামির চেয়ে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধান বাড়াতে পাড়ত পোর্তে। ম্যাচের প্রথমার্ধে ১–০ ব্যবধানে এগিয়ে থাকে পোর্তো।
দ্বিতীয়ার্ধে ছবিটা পুরোপুরি বদলে যায়। মেসির নেতৃত্বে শুরু থেকেই ম্যাচের রাশ তুলে নেয় ইন্টার মায়ামি। ১০ মিনিটের ঝড়ে উড়ে যায় পোর্তো। ৪৭ মিনিটে তেলেসকো সেগোভিয়ার গোলে সমতায় ফেরে মায়ামি। ৭ মিনিট পর নিজেদের বক্সের বাইরে মেসিকে ফাউল করেন পোর্তোর এক ডিফেন্টার। ফ্রিকিক পায় মায়ামি। মেসির দুর্দান্ত ফ্রিকিক একেবারে ডানদিকের কোণ দিয়ে জালে জড়িয়ে যায়। বাকি সময়ে আর কোনও দলই গোল করতে পারেনি।
এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলোয় যাওয়ার আশাও দারুণভাবে বাঁচিয়ে রাখল ইন্টার মায়ামি। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে মেসির দল। শীর্ষে থাকা পালমেইরাসের পয়েন্টও ৪। গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ব্রাজিলের এই ক্লাব। ২৩ জুন সোমবার গ্রুপের শেষ ম্যাচে পালমেইরাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
আল হিলালের কাছে আটকে গেছে রিয়েল মাদ্রিদ। ম্যাচের ফল ১–১। এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়েল। ফেডেরিকো ভালভার্ডে পেনাল্টি নষ্ট করেন। ম্যাচের ৩৪ মিনিটে গঞ্জালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়েল মাদ্রিদ। ৪১ মিনিটে পেনাল্টি থেকে আল হিলালের হয়ে সমতা ফেরান রুবেন নেভেস। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে পেনাল্টি পেয়েছিল রিয়েল। ভালভার্ডের শট আটকে দেন আল হিলাল গোলকিপার ইয়াসিন। অন্যম্যাচে, জুভেন্টাস ৫–০ ব্যবধানে হারিয়েছে আল আইনকে।
আরও পড়ুনঃ নুরউদ্দিনের দুরন্ত বোলিং, বেঙ্গল প্রো টি২০ লিগে প্রথম জয় পেল শিলিগুড়ি স্ট্রাইকার্স