বিশ্বকাপ বাছাই পর্বে পরপর দুটি ম্যাচ জয়ের পর আবার আটকে গেল ব্রাজিল। ভেনেজুয়েলার ঘরের মাঠে প্রথম এগিয়ে গিয়েও ড্র করে ফিরতে হয়েছে ব্রাজিলকে। ম্যাচে ফল ১–১। শেষ ১০ মিনিট বিপক্ষের ১০ জন হয়ে যাওয়ারও সুযোগ কাজে লাগাতে পারেনি দরিভাল জুনিয়রের দল। ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি নষ্টের খেসারত দিতে হল ব্রাজিলকে।
ঘরের মাঠে আগের ৯টি ম্যাচেই ব্রাজিলের কাছে হারতে হয়েছিল ভেনেজুয়েলাকে। দশম ম্যাচে ইতিহাস বদলে দেওয়ার শপথ নিয়েই মাঠে নেমেছিলেন ভেনেজুয়েলার ফুটবলাররা। রাফিনিয়া, ভিনিসায়াসদের বক্সের মধ্যে সেভাবে সুযোগ তৈরি করতে দেননি। যদিও ব্রাজিলের আক্রমণের চাপ বেশি ছিল। অবশেষে ৪৩ মিনিটে দুরন্ত ফ্রিকিক থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনিয়া। ১০ নম্বর জার্সি গায়ে দেশের হয়ে এটা তাঁর প্রথম গোল।
এই গোল অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে সমতা ফেরায় ভেনেজুয়েলা। ৩৮ সেকেন্ডে বক্সের মাথা থেকে জোরালো শটে গোল করেন দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামা তেলাস্কো সাগাভিয়া। এরপর আক্রমণে ঝড় তোলে ব্রাজিল। ৬৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল। নিজেদের বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করেন ভেনেজুয়েলার গোলকিপার রাফায়েল রোমো। রেফারি ‘ভিএআর’–এর সাহায্যে পেনাল্টি দেন। ভিনিসিয়াসের ডানপায়ের দুর্বল শট আটকে দেন রোমো। ফিরতি বল কাছে এলেও বাইরে মারেন জুনিয়র।
ম্যাচের ৮৯ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ভিনিসিয়াসের মুখে আঘাত করার জন্য লালকার্ড দেখে মাঠ ছাড়েন ভেনেজুয়েলার ডিফেন্ডার আলেকজান্ডার গঞ্জালেস। সেই সুযোগও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ১০ মিনিট ইনজুরি সময় পেলেও ১০ জনের ভেনেজুয়েলার তিন কাঠিতে বল ঢোকাতে ব্যর্থ হন ভিনিসিয়াসরা। একবার এস্তেভাওয়ের বাঁ পায়ের শট আটকান ভেনেজুয়েলা গোলকিপার রোমো। একবার ভিনিসিয়াসের হেডও আটকান।
বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা গ্রুপে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১১ ম্যাচে ২২ পয়েন্ট। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ৬টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লেঅফ।
আরও পড়ুনঃ দুই দলের সামনেই সুযোগ, চলতি মরশুমে প্রথম জয়ের জন্য মহম্মদ সামির দিকেই তাকিয়ে বাংলা
আরও পড়ুনঃ ব্রাজিলের রেফারিকে শাসালেন মেসি! বিশ্বকাপ বাছাইপর্বে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে হার আর্জেন্টিনার