কয়েক বছর আগে কেরলের বন্যাদুর্গতদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল পি আর সলিউশন। চ্যারিটি ফুটবল ম্যাচ আয়োজন করে কেরলেন বন্যাত্রাণে অর্থ সাহায্য করেছিল। আবার মহান উদ্যোগে সামিল এই সংস্থা। তবে এবার এগিয়ে এসেছে বাংলার সাহায্যে। রাজ্যের বন্যাদুর্গতদের পাশে দাঁড়েতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করার জন্য একটা চ্যারিটি ম্যাচের আয়োজন করছে। ম্যাচের নাম দেওয়া হয়েছে ‘ম্যাচ ফর বেঙ্গল’। এই চ্যারিটি ম্যাচে অংশ নেবেন অতীতের দিকপাল ফুটবলাররা।
আগামী শনিবার, ৩০ নভেম্বর উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেডিয়ামে এই চ্যারিটি ম্যাচ আয়োজন করা হয়েছে। দুটি দল ম্যাচে অংশ নেবে। একটা লেজেন্ড রেড, অন্যটা লেজেন্ড ব্লু। লেজেন্ড রেড দলের হয়ে খেলবেন সংগ্রাম মুখার্জি, এম সুরেশ, রমন বিজয়ন, বেঙ্কটেশ সম্মুগম, দীপক মণ্ডল, দেনসন দেবদাসের মতো প্রাক্তন ফুটবলাররা। লেজেন্ড ব্লু দলের জার্সি গায়ে মাঠে নামবেন ব্রুনো কুটিনহো, সুলে মুসা, ডগলাস ডি’সিলভা, রহিম নবি, আলভিটো ডি’কুনহারা।
বুধবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে হয়ে ট্রফি ও জার্সির উন্মোচন হল। হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার আলভিটো ডি’কুনহা, অশোকনগরের বিধায়ক ও উত্তর২৪ পরগনা জেলার সভাধিপতি নারায়ন গোস্বামী। এছাড়াও ছিলেন কলকাতার তিন প্রধানের সচিব দেবাশিস দত্ত, রূপক সাহা ও মহম্মদ কামারুদ্দিন, আইএফএ সহ–সভপতি সৌরভ পাল। এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনহা।
পি আর সলিউশনের এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রত্যেকেই। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘পিআর সলিউশন মহান উদ্যোগ নিয়েছে। ওদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’ মহমেডান সচিব
মহম্মদ কামারউদ্দিন বলেন, ‘এইরকম উদ্যোগকে কুর্নিশ।’ দীর্ঘদিন পর সুলে মুসা, ডগলাস ডি’সিলভা, মেহতাব বোসেন, রহিম নবিদের সঙ্গে মাঠে নামার সুযোগ পেয়ে উচ্ছসিত আলভিটো ডিকুনহা।
আরও পড়ুনঃ মুত্রের নমুনা দিতে অস্বীকার, বজরং পুনিয়াকে ৪ বছর নির্বাসিত করল জাতীয় ডোপ বিরোধী সংস্থা