নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বাতিল করে দেওয়া হল ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল–মোহনবাগান ম্যাচ
স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা। উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। গোটা দেশ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল বিদেশেও। একটাই স্লোগান, ‘জাস্টিস ফর আরজি কর’। সেই ঢেউ আছড়ে পড়তে চলেছিল খেলার মাঠেও। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ডার্বিতে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বাতিল করে দেওয়া হল ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল–মোহনবাগান ম্যাচ। যদিও দুই দলই নক আউটের ছাড়পত্র পেয়ে গেল।
ডুরান্ড কাপের ডার্বি যে বাতিল হতে পারে, শনিবার সকালেই ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল। হঠাৎ করে প্রাক–ম্যাচের সাংবাদিক সম্মেলন পিছিয়ে দেওয়া হয়েছিল। তড়িঘড়ি শনিবার দুপুরে ডুরান্ড কাপ আয়োজক কমিটির সঙ্গে বৈঠকে বসে রাজ্য প্রসাশনের কর্তারা। রাজ্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার অভাবের কথা তুলে ধরা হয়। দুই দলের সমর্থকরা যে ‘আরজি কর’ কাণ্ড নিয়ে প্রতিবাদে সামিল হতে পারে, সেই সম্ভাবনার কথা বলা হয়। নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে শেষ পর্যন্ত বৈঠকে রবিবারের বড় ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডার্বি ঘিরেই কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবহ। সোশ্যাল মিডিয়ায় দুই ক্লাবেরই রয়েছে অসংখ্য ফ্যান পেজ। দুই ক্লাবের অনুরাগীরা অনেক আগে থেকেই ফেসবুকের দেওয়াল দখল করে নিতেন। এক শিবির অন্য শিবিরকে খোঁচা দিত। কেউ টেনে আনত ইতিহাস। তো কেউ বানাতো দুরন্ত সব ছড়া। কিন্তু এবার কোথাও যেন এক সুর শোনা যাচ্ছিল দুই শিবিরেই। একটা ময়দানি স্লোগান ছড়িয়ে গিয়েছিল, ‘গ্যালারিতে এক স্বর, জাস্টির ফর আরজি কর।’ খেলার ফল যাই হোক, গ্যালারি যেন ন্যায়বিচারের দাবিতে গর্জে ওঠে। তাই দুই শিবিরই প্রস্তুতি চালাচ্ছিল নিজেদের মতো করে। ভয় পেয়ে গেল প্রশাসন। আর সেই ভয়েই ডার্বি বাতিল।
ডার্বি বাতিল হওয়ায় দুই দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হচ্ছে। ১ পয়েন্ট পাওয়ায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের পয়েন্ট ৩ ম্যাচে ৭ করে। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় মোহনবাগন গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেয়ে গেল। ইস্টবেঙ্গলেরও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। ৬ টি গ্রুপ থেকে শীর্ষস্থানীয় দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। লিগ টেবিলের দ্বিতীয় সেরা দুটি দল নক আউটে উঠবে। ইতিমধ্যেই পাঞ্জাব এফসি ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে। ইস্টবেঙ্গলের পয়েন্টও ৭। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। ‘এফ’ গ্রুপে এফসি গোয়া ও লাজং এফসি–র পয়েন্ট ২ ম্যাচে ৬ করে। ম্যাচ ড্র হলে কিংবা ফয়সালা হলেও নক আউটে উঠবে লাল–হলুদ।
ডার্বির সব টিকিটই বিক্রি হয়েছিল। যারা টিকিট ইতিমধ্যেই কেটেছিলেন, তাদের কীভাবে টাকা ফেরত দেওয়া হবে সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডার্বি বাতিল হওয়ায় ক্ষোভে ফুঁসছেন দুই প্রধানের সমর্থকরা। কলকাতার কোয়র্টার ফাইনাল ম্যাচও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মোহনবাগান খেলবে জামশেদপুরে, ইস্টবেঙ্গল খেলবে শিলংয়ে।